না-শরীরী কাহন - নিকোলাই গোগোলের ‘ডেড সোলস' এর নাট্যরূপ - ২

নাটকের চরিত্রাবলি :

–--------------------------------

   চিচিকভ

   জোতদার - চিচিকভের মক্কেল

   পেত্রুশকা - চিচিকভের চাকর

    রাজ্য মর্টগেজ ব্যাঙ্কের সেক্রেটারি

 প্রাদেশিক কর্তাব্যক্তিগণ:

–----------------------------------

   দূরস্থ প্রদেশের গভর্নর

   গভর্নরের চাকর

   গভর্নরের স্ত্রী

   গভর্নরের মেয়ে

   ইভান আন্দ্রিয়েভিচ, পোস্টমাস্টার

   ইভান গ্রিগোরেভিচ, বিচারালয় সমূহের প্রেসিডেন্ট

   আনা গ্রিগরিয়েভনা, গ্রিগোরেভিচের স্ত্রী

   শাশা, তার চাকর

   অ্যালেকসি ইভানোভিচ, পুলিশপ্রধান

   একজন সাধারণ পুলিশ কনসটেবল

   অ্যান্টিপেটার জাখারিয়েভিচ, পাবলিক প্রসিকিউটর

   অন্যান্য শহরবাসী :

–-----------------------------

   সোফিয়া ইভানোভনা, আনার বান্ধবী

    ফাদার কিরিল

    কোপিকিন

 জোতদারগণ:

–--------------------

   মানিলভ

   লিজানকা মানিলভা, মানিলভের স্ত্রী

   সবাকেভিচ

   প্লায়ুশকিন

   মাভরা, ওই হাউজকিপার

   প্রশকা, ওই চাকর

   নজদ্রেভ

   মিঝুয়েভ, ওই শ্যালক

   করোবোচকা

   ফেটিনিয়া, ওই মহিলার চাকর।

 

প্রথম অঙ্ক : প্রথম দৃশ্য

 

   সুন্দর সব সুচিকাজের ঘেরাটোপে একটা ট্যাম্বুরের পাশে বসে এক নতুন সুচিকাজে ব্যস্ত গভর্নর। তিনি একটি ড্রেসিং গাউন পরে আছেন, অর্ডার অফ সেন্ট অ্যান গলায় ঝুলছে। হাতে কাজ করতে করতে তিনি একটি জনপ্রিয় লাজুক লাজুক সুর ভাঁজছেন, বিষয়টা ওই নকল প্রেম, অনেকটা ছেনালির মতো লাগছে। তখনই চাকর প্রবেশ করে :

 চাকর : কোন এক প্যাভেল ইভানোভিচ চিচিকভ কলেজিয়েট কাউনসিলর - টিলর হবে, আপনার সঙ্গে দেখা করতে চায়।

 গভর্নর : চি- চি - ক - ভ? আমার ফ্রক কোটটি দাও।

      চাকর গভর্নরকে লম্বা ফ্রক কোটটি গায়ে ঢোকাতে সাহায্য করে। ওর গলাতেও অন্য একটা গানের দূর। বিষয় সম্ভবত এরকম - কোনও বুড়ো এক যুবতীর প্রেমে পড়ে বড্ড বোকামি করে ফেলেছে যেন।

 গভর্নর : ওকে নিয়ে এস।

       চাকর বেরিয়ে যায়। চিচিকভ ঢোকে।

 চিচিকভ : মান্যবর, ( গভীর স্তাবকতাসুলভ মাথা নুইয়ে) আপনার এই সুন্দর শহরে প্রবেশ করামাত্র আমি এটি মহান কর্তব্য বলে অনুভব করলাম যে এই শহরের নামি নাগরিকদের ও প্রভুদের আমার সম্মান জানিয়ে যাই। সর্বোপরি আপনাকে আমার শ্রদ্ধা মিশ্রিত বিনীত সম্মান জ্ঞাপন করি। গ্রহণ করুন ইয়োর এক্সসেলেন্সি৷

 গভর্নর : ও, ঠিকাছে, ঠিকাছে। আপনি আসাতে খুবই খুশি হলাম। আপনি বসুন।

        চিচিকভ বসে পড়ে।

গভর্নর : চাকর বলছিল, আপনি নাকি পদাধিকারে কলেজিয়েট কাউন্সিলর?  কোথায় কাজ করেছেন? 

 চিচিকভ : স্যার, আমি যে পদে প্রথম এই পবিত্র রাশিয়ার সেবা করেছি তা হল ট্রেজারি দপ্তরে। পরে অন্যান্য জায়গায়। যেমন, নির্মাণ - কমিশন।

 গভর্নর : কীসের নির্মাণ?

 চিচিকভ : নির্মাণ মানে, হে মহানুভব, যেমন ধরুন, মস্কোয় রক্ষাকর্তা খ্রিষ্টের ক্যাথিড্রাল। আবার ধরুন, প্রিভি কাউনসিলেও কাজ করেছি, হে মহানুভব। তারপর কাসটমসে অর্থাৎ শুল্ক দপ্তরেও।

 গভর্নর : শুল্ক দপ্তরে?  সেখানে তো আপনাকে কোনও উচ্চ পদাসীন দেখেছি বলে মনে হয় না!

 চিচিকভ : সে সব অনেক আগেকার কথা স্যার। এই দুঃখের উপত্যকায় অতি কষ্টে পথ করে এগিয়ে যাওয়া আমি এক অকিঞ্চিৎকর কীট মাত্র। আমার একমাত্র গুণ, ধৈর্য, অসীম ধৈর্য। ধৈর্য আর নম্রতা। আর এই কষ্টের পথে এ সবের বিনিময়ে দেশসেবা করতে গিয়ে শত্রুদের কাছ থেকে কী পেলাম? ( ঘনিষ্ঠ হয়ে) আমি কি একে ষড়যন্ত্র বলব? আমার জীবনের বিরুদ্ধে এক জবর অভিসন্ধি? কলম বা রং কিছুই সম্ভবত এর ছবি আঁকতে পারবে না। আমার জীবনটা, হে মহানুভব, একটা ভঙ্গুর তিন- মাস্তুলের ছোট্ট নৌকার মতো যা ঢেউয়ের আঘাতে খালি এদিক-ওদিক করে।

 গভর্নর : একটা ভঙ্গুর…

 চিচিকভ : ছোট্ট তিন মাস্তুলের নৌকা,হে মহানুভব।

 গভর্নর : এভাবেই বাড়ি খেতে খেতে কি আপনি এখানে এসে পড়েছেন?

 চিচিকভ : রাশিয়াময় ঘুরে বেড়ানোই আমার কাজ, স্যার ; যদি এভাবেই দেশের কোনও এক কোণে কোনও এক গোধূলি এট্টু শান্তিতে কাটাতে পারি আর এভাবেই সুযোগ ঘটে যায়, এ মাটির কোনও বর্ণময় বাঁক আর তার মানুষজনের সঙ্গে পরিচিত হবার।

 গভর্নর : বর্ণময়!

 চিচিকভ : হ্যাঁ, মহানুভব। এটিই আমার গভীর নিরীক্ষার ফল ; এক গভীরতর বিজ্ঞান ; একটি বই যা শ্বাস নেয় ও বাঁচে।

 গভর্নর : ওঃ, ঠিক কথা, ঠিক কথা, দারুণ সত্যি।

 চিচিকভ : যেমন স্যার, এই এলাকা, এই প্রদেশ যা আপনার মতো এক মহানুভবের অধীনস্থ। সেখানে প্রবেশ করা মানেই তো স্বর্গরাজ্যে ঢুকে পড়া।

 গভর্নর : আরে না, না, মি. চিচিকভ… মাই গুডনেস… তা কেন?

 চিচিকভ : আপনার এই রাস্তাঘাট যেন মখমলে মোড়া। একেবারে পাক্কা।

 গভর্নর : ( লজ্জার ঢঙে নকল হাসি হেসে) ওহো…ধুর…।

 চিচিকভ : যে সরকার জ্ঞানীগুণীদের ওপর দেশ পরিচালনার ভার দেয়, সে সরকারের সর্বোচ্চ সম্মান প্রাপ্য।

 গভর্নর : আরে ব্বাবা… এ সব কী বলছেন!... আপনার নামটি আর একবার বলুন তো?

 চিচিকভ : চিচিকভ। প্যাভেল ইভানোভিচ চিচিকভ, হে মহানুভব।

 গভর্নর : সুপ্রিয় প্যাভেল ইভানোভিচ, আজ সন্ধেয় আমরা একটি অতি ক্ষুদ্র পার্টির ব্যবস্থা করেছি। আপনি কি সেখানে উপস্থিত থাকবেন? 

 চিচিকভ : হে মহানুভব, আপনার বিশেষ সম্মানার্থে অবশ্যই তা ভেবে দেখা যেতে পারে ( উঠে দাঁড়িয়ে নত হয়ে)। আচ্ছা, এখন তবে আসি। বাঃ, ( সুচিকাজটি দেখে নকল প্রশংসায় দাঁড়িয়ে পড়ে)  এই লোভনীয় কাজটি কার হাতের?

 গভর্নর : ( বিনয়ের সঙ্গে) ও কিছু না। ওটা একটা ছোট্ট পার্সের জন্য। আমারই হাতে বোনা।

 চিচিকভ : না,না। এ দারুণ সুন্দর! ( কৃতজ্ঞতায় আবার নত হয়) কিন্তু এখন আমাকে যে… অবশ্য যদি আপনার অনুমতি হয় ( উঠে পড়ে আবার নত হয় ও বেরিয়ে যায়)।

 গভর্নর : ( দৌড়ে বউকে ডাকতে যায়) কইগো… জানো, শেষ পর্যন্ত এ শহরে অন্তত একজনকে পাওয়া গেছে যার সম্পর্কে কিছু বলা যায়। একজন উচ্চমানের দার্শনিক। দারুণ গুণী মানুষ, বুঝলে?